
গত আসরে ঢাকা ক্যাপিটালসের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু এবার বিদেশি কোচের উপর ভরসা রেখেছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি। ইংলিশ কোচ টবি র্যাডফোর্ডকে দলের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিপিএল শুরুর আগে নিজের দল নিয়ে কথা বলেছেন টবি। ঢাকার দেশি ক্রিকেটারদের ওপরই আস্থা রাখতে চান তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন ঢাকার হেড কোচ।
তিনি বলেন, টি-টোয়েন্টিতে শুরু থেকেই বুঝেশুনে খেলতে হয়। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার সুযোগ থাকে। ওয়েস্ট ইন্ডিজের কোচ থাকাকালে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচের কথা মনে পড়ছে, ভালো একটি জয়ের দেখা পেয়েছিলাম।
মিডল অর্ডারে রাসেল-স্যামিরা অনেক মারকুটে ব্যাটিং করেছে। বাউন্ডারি কতগুলো হাঁকানো হচ্ছে তা-ই পার্থক্য গড়ে দিবে। বোলারদেরও উইকেট এনে দিতে হবে। সব মিলে আমাদের দলে ভারসাম্য আছে ভালোই।
অতীতে বাংলাদেশ এইচপি দল নিয়ে কাজ করলেও টবি এবারই প্রথম বিপিএলে কাজ করবেন। এ বিষয়ে তিনি বলেন, সেভাবে কাজ হয়নি, তবে অনেকের সাথে আমার পরিচয় আছে। বোর্ডে আমি আসার আগেই অনেকে ভালো খেলে গেছে। যখন এসেছিলাম তখন কোভিড ছিল। আশা করি দ্রুত আমরা প্রস্তুতি নিয়ে নিব।