News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

বাজল বিপিএলের দামামা, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মিরাজ-শান্ত

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-12-26, 8:03am

ertgertret-5cd69814329d1279821ff3dd05fb3a611766714599.jpg




নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। সিলেট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। 


বিজ্ঞাপন

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর ৩টায় মাঠে নামবে দুই দল। উদ্বোধনী ম্যাচে জয় পেতে মরিয়া দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত।


শান্ত বলেন, আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের। তাই এই চ্যালেঞ্জটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। 


বিজ্ঞাপন


Pause


Mute

Loaded: 16.47%

Remaining Time -10:48


আরও পড়ুন


এক নজরে বিপিএলের পূর্ণাঙ্গ সময়সূচি

তিনি বলেন, দুই টিমই খুবই ভালো দল। আমি এখানে আলাদাভাবে কোনো দলকে (এগিয়ে) দেখতে চাচ্ছি না। আগামীকাল যে দলটা ভালো খেলবে সেই জিতবে। তবে এখানে দুইটা দলই খুবই ভালো।


অন্যদিকে মিরাজ বলেন, রাজশাহীর অনেক ভালো খেলোয়াড় রয়েছে হালকা করে দেখার কিছু নেই। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। 

তিনি আরও বলেন, তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।

সিলেট পর্বে ২ জানুয়ারি পর্যন্ত হবে ১২টি ম্যাচ। এরপর দুদিনের বিরতি দিয়ে ৫ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে দ্বিতীয় পর্ব। বন্দরনগরীতেও হবে ১২টি ম্যাচ। এবারের আসরে সবচেয়ে কম ম্যাচ হবে ঢাকায়। প্লে-অফ ও ফাইনালসহ এখানে হবে ১১টি ম্যাচ।

চট্টগ্রাম পর্ব শেষে ১৩ ও ১৪ জানুয়ারি বিরতি কাটিয়ে ঢাকায় জমে উঠবে বিপিএলের উন্মাদনা। ২৩ জানুয়ারি আসরের ফাইনালের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফাইনালের পাশাপাশি এবার প্লে-অফের জন্যেও রাখা হয়েছে রিজার্ভ ডে।