News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

ভারতে খেলতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ

ক্রিকইনফোর প্রতিবেদন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2026-01-07, 8:40am

wededeqwe-48b5025ee1fe076642a5a5875152657d1767753619.jpg

বিসিবি অবশ্য আইসিসির কাছ থেকে এমন কোনো সতর্ক বার্তা না পাওয়ার দাবি করেছে। ফাইল ছবি (সংগৃহীত)



মোস্তাফিজুর রহমানের ইস্যুর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যে বিকল্প ভেন্যুর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছে আইসিসিকে। তবে ইএসপিএন ক্রিকইনফোর দাবি, বিসিবির অনুরোধ আমলে নিচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উল্টো নাকি হুঁশিয়ারি দিয়েছে, বাংলাদেশকে ছাড়াই আসর চালিয়ে নেয়ার।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সাইটটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৬ জানুয়ারি) ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেয়ার অনুরোধ তারা গ্রহণ করছে না। ওই আলোচনায় আইসিসি বিসিবিকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে— বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারতে যেতে হবে, নয়তো পয়েন্ট হারাবে। অর্থাৎ না খেলার জন্য বাংলাদেশ শূন্য পয়েন্ট পাবে, আর সূচিতে থাকা বিপক্ষ দলগুলো ওই ম্যাচের জন্য পূর্ণ ২ পয়েন্ট পাবে।

তবে বিসিবির পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে। বোর্ড বলছে, আইসিসির পক্ষ থেকে তাদের কাছে এমন কোনো হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়নি।

মঙ্গলবারের ওই বৈঠকের পর এখন পর্যন্ত আইসিসি, বিসিবি কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)— কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। রোববার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ করেছিল। এরপরই আইসিসি এই বৈঠকের উদ্যোগ নেয়।

বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক মাস বাকি। ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৮ মার্চ। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই আসরে বাংলাদেশ রয়েছে ‘গ্রুপ সি’তে। সূচি অনুযায়ী, বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেনে— ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

মূলত মোস্তাফিজ ইস্যুর পর আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। কারণ উগ্রাবাদীদের কাছে নতি স্বীকার করে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছিল বিসিসিআই। তখন প্রশ্ন ওঠে এক বাংলাদেশি ক্রিকেটারকে নিরাপত্তা দিতে যারা অপরাগতা জানিয়েছে, তারা কী করে পুরো একটি দলকে নিরাপত্তা দেবে?

যদিও নিরাপত্তা এবং উগ্রপন্থীদের দাবির বিষয়টি অস্পষ্ট রেখে, বিসিসিআই ‘সাম্প্রতিক পরিস্থিতির’ কথা উল্লেখ করে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছিল মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার। গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজই ছিলেন ২০২৬ মৌসুমের একমাত্র বাংলাদেশি ক্রিকেটার।

বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন সংস্থাটির সচিব দেবজিৎ সাইকিয়া। তবে তিনি মোস্তাফিজকে ছাড়তে বলার বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি। ভারতীয় কিছু সংবাদ মাধ্যমের দাবি, এই বিষয়ে আইপিএল গভর্নিং কাউন্সিলের কোনো বৈঠকও হয়নি। ফলে বিসিসিআই সচিব ছাড়াও এই সিদ্ধান্তে আর কারা যুক্ত ছিলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।