
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় সৃষ্ট সাম্প্রতিক জটিলতাকে কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। দুই দফায় আইসিসির কাছে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছে বিসিবি। তবে দ্বিতীয় চিঠির প্রত্তুত্যরে আইসিসি থেকে এখনও কোনো জবাব পাননি বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বুলবুল জানিয়েছেন, শনি-রবি দুবাইয়ে সাপ্তাহিক ছুটি থাকায় সোম-মঙ্গলবারের দিকে আইসিসির কাছ থেকে প্রতিক্রিয়া আসবে বলে আশা করছে বিসিবি। শেষ চিঠিতে নিরাপত্তাসংক্রান্ত যে জটিলতা সেগুলো নিয়ে বিসিবি আরও বিস্তারিত জানিয়েছে বলেও জানান তিনি।
এদিকে, কলকাতা থেকে সরিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের অন্য ভেন্যুতে সরিয়ে নিয়ে যাওয়ার একটি গুঞ্জনও শোনা যাচ্ছে। সেটা হলে বিসিবি টুর্নামেন্টে অংশ নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, ভারতের অন্য ভেন্যুও তো ভারতেরই অংশ। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এমন কোনো প্রস্তাব আসেনি।
বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব আইসিসি বাতিল করলে কী করা হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে তার বিশ্বাস শ্রীলঙ্কাতেই এই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
এদিকে, বিসিসিআইয়ের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফিরিয়ে নেয়ার একটি গুঞ্জন কয়েকদিন আগেই ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই গুঞ্জনকে এবার উড়িয়ে দিলেন বিসিবি বস। তিনি জানিয়েছেন, এটা সম্পূর্ণ ভুয়া সংবাদ।