
ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বাড়ছে। বিশেষত পশ্চিমবঙ্গে। আর এটিই চিন্তার ভাঁজ ফেলেছে আইসিসির কপালে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ম্যাচ আছে। ইডেন গার্ডেনসে সেমিফাইনালসহ ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যা এখন শঙ্কার মুখে। আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এমন অবস্থায় ভারতে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড। ইংলিশদের পর ভারতের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দুই হেভিওয়েটের উদ্বেগের পর শঙ্কা তৈরি হয়েছে ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়েই। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেটি উড়িয়ে দিয়েছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইডস্পোর্টকে জানিয়েছেন, আক্রান্ত এলাকা থেকে ইডেন গার্ডেনসের দুরত্ব প্রায় ৩০ কিলোমিটার। ফলে খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি নেই বললেই চলে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পুরো আয়োজন। আপাতত সব বিতর্ক একপাশে সরিয়ে রেখে মেগা আসরের অপেক্ষায় প্রহর গুনছে ইডেন।
ভারত সরকার ও ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকে সর্বোচ্চ নজর দিচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি আছে, তবে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে, যোগ করেন সেই কর্মকর্তা।
অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ভারতে প্রাণঘাতী নিপা ভাইরাসের গতিবিধি গভীরভাবে পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার। তিনি জানান, নিপা ভাইরাস নিয়ে আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি।
স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এবিসি রেডিও ন্যাশনালকে বলেছেন, ভারত ফেরত যাত্রীদের নিয়ে এখনই এয়ারপোর্টে কড়াকড়ি আরোপের কিছু নেই। যদিও এশিয়ার বিভিন্ন দেশে বিমানবন্দরে স্ক্রিনিং শুরু হয়েছে। বাটলার জানিয়েছেন, এই পরিস্থিতিকে অস্ট্রেলিয়া গুরুত্বের সাথে নিচ্ছে।
বিবিসি তাদের এক প্রতিবেদন জানিয়েছে, চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবিলায় ১০০ জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।