News update
  • UN Assembly Urges Decisive Action to Resolve Israel-Palestine Conflict     |     
  • Sediment-borne fertility transforms northern Bangladesh     |     
  • 3 Armed Forces Chiefs, Jamaat Ameer visit Khaleda Zia at Hospital     |     
  • Army, Navy, Air Chiefs Visit Khaleda Zia at Dhaka Hospital     |     
  • EU, BDRCS, IFRC Partner to Strengthen Recovery of July Uprising Survivors     |     

হজ পালনের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিক

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-21, 6:51pm




পবিত্র হজ পালনের কারণে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
আগামী ২২ জুলাই এ বছরের হজ পালন অনুষ্ঠিত হবে। দিনটিতে  জুন সৌদি আরব যাবার সম্ভাবনা রয়েছে টাইগারদের এই ডান-হাতি ব্যাটারের।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘শ্রীলংকা সিরিজের আগে, এ বছর হজ করার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিলেন মুশফিক।’
তিনি আরও বলেন, ‘নিশ্চিত হবার পর ছুটি চেয়ে আমাদের একটি চিঠি দিয়েছে মুশফিক। আমরা তার ছুটি মঞ্জুর করেছি। আমরা প্রাথমিকভাবে ভেবেছিলাম, হয়তো সফরের কিছু অংশে খেলবেন না, কিন্তু সফরের পুরোটাই খেলবেন না মুশফিক।’
আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এবারের ক্যারিবীয়ান সফরে ১৬ জুন থেকে অ্যান্টিগা ও সেন্ট লুসিয়াতে দু’টি টেস্ট খেলবে টাইগাররা। ২ থেকে ৬ জুলাই হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ থেকে ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজ। শুধুমাত্র টেস্ট সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তবে ওয়ানডে সিরিজ বিশ^কাপ সুপার লিগের অংশ নয়।
গেল সপ্তাহে চলমান শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক।  গত তিন সফরে ওয়েস্ট ইন্ডিজ যাওয়া মুশফিককে এবার মিস করবে বাংলাদেশ।
ইতোমধ্যে ইনজুরির কারনে দলের চার বোলারকে ছাড়া ভুগছে বাংলাদেশ। চারজনই দলের বাইরে রয়েছেন। কাঁেধর ইনজুরির পুর্নবাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। হাতের ইনজুরিতে ছিটকে গেছেন মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম ও নাইম হাসান।
ওয়েস্ট ইন্ডিজের সফরে তিন ফরম্যাটের জন্য এখনো দল  ঘোষণা করেনি নির্বাচকরা। তবে তাদের জায়গা খেলোয়াড় নিতে হলে পাঁচজনকে লাগবে তাদের।
সাম্প্রতিককালে মিডল-অর্ডার ব্যাটার হিসেবেই টেস্ট ফরম্যাটের দলে আছেন মুশফিক। শুধুমাত্র সাদা বলের ফরম্যাটে উইকেট পেছনের দায়িত্ব সামলান তিনি। তাই তিন ফরম্যাটের যেকোনো একটিতে তার বদলি পাওয়াটা কঠিনই হবে দলের জন্য। তথ্য সূত্র বাসস।