News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 7:40am




প্রতিবেশী দেশ ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া৷ বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গ্যাসের দাম রাশিয়ান মুদ্রায় পরিশোধ না করায় মস্কো এই ব্যবস্থা নিয়েছে৷গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালানোর পর যে দেশগুলো রাশিয়াকে সমর্থন করেনি তারা ‘বন্ধু নয়' বলে তালিকা প্রকাশ করেছিল রাশিয়া৷ এরপর এ সকল দেশকে রাশিয়া থেকে গ্যাস আমদানির টাকা দেশটির স্থানীয় মুদ্রা অর্থাৎ রুবলে পরিশোধের দাবি জানায় ক্রেমলিন৷মূলত ইউক্রেন হামলার পর পশ্চিমা দেশগুলোর অবরোধের জবাবেই এই সিদ্ধান্ত নিয়েছিল মস্কো৷  
রাশিয়ার গ্যাস সরবরাহের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা গ্যাজপ্রোম শনিবার জানায়, তারা ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কেননা দেশটির সরকারের জ্বালানি বিষয়ক প্রতিষ্ঠান গাসুম ২০ মে অর্থাৎ শুক্রবারের কর্মদিবসের শেষ সময় পর্যন্ত রুবলে গ্যাসের টাকা পরিশোধ করেনি৷ 
ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ফিনল্যান্ডে রাশিয়ার রপ্তানিকৃত গ্যাসের পরিমাণ ছিল ১৪৯ কোটি কিউবিক মিটার, যা দেশটির বাৎসরিক চাহিদার এক তৃতীয়াংশ৷তবে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার পর ফিনল্যান্ড জানায়, ঘাটতি পূরণে তারা অ্যনান্য উৎস থেকে গ্যাস আমদানি করবে৷ এর মধ্যে বালটিককানেক্টর পাইপলাইন দিয়ে এস্তোনিয়া থেকে গ্যাস আমাদানির পরিকল্পনা করেছে দেশটি৷ এর মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে দাবি ফিনল্যান্ডের৷
তার আগে শুক্রবার ফিনল্যান্ড জানায়, রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমাতে সরকার যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির সাথে এলএনজি আমদানির বিষয়ে দশ বছরের একটি চুক্তি সাক্ষর করেছে৷
কূটনৈতিক তৎপরতায় যুদ্ধ বন্ধের সমাধান দেখছেন জেলনেস্কিএদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শুধু কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই যুদ্ধ বন্ধ করা সম্ভব৷
দেশটির একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘‘যুদ্ধ রক্তাক্ত হবে৷ যুদ্ধ চলবে তবে শুধু কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই তা বন্ধ হবে৷’’
তিনি আরো বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে নিশ্চয়ই আলোচনা চলবে৷ তবে তা কীভাবে অর্থাৎ কোনো মধ্যস্ততাকারী থাকবে কি না বা প্রসিডেন্ট পর্যায়ে হবে কি না তা আমি জানি না৷’’
তার মতে, ‘‘এমন কিছু বিষয় আছে যা শুধু আলোচনার টেবিলে বসেই সমাধান সম্ভব৷ আমরা সবকিছুই ফেরত চাই৷ কিন্তু রাশিয়া সেটা চায় না৷’’ তথ্য সূত্র ডয়চে ভেলে বাংলা।