News update
  • 16 people killed in Israeli air strikes in Rafah     |     
  • Team assigned to check at night if fire reappears in Sundarbans     |     
  • OIC calls Member States: Redouble efforts to stop genocide in Palestine     |     
  • Decision to increase age limit for govt jobs up to PM : Minister     |     
  • BNP urges voters to boycott upazila polls     |     

২০২৩ সালে মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল শিল্পপার্কের প্লট বরাদ্দ দেওয়া হবে: শিল্পমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 8:01am

img-20220521-wa0004-ed3a36e20f2e189da97392d7d97d86291653185109.jpg




শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, ২০২৩ সালের জুনের ভিতর মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল শিল্পপার্কের প্লট বরাদ্দ দেওয়া হবে। বিসিক কেমিক্যাল শিল্পপার্ক মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। মুন্সীগঞ্জ জেলায় বিসিক কেমিক্যাল শিল্পপার্ক, বিসিক মুদ্রণ শিল্পপার্ক, বিসিক হালকা প্রকৌকল ও বৈদ্যুতিক পণ্য উৎপাদন শিল্পপার্ক, বিসিক প্লাস্টিক শিল্প পার্ক বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও ইতোমধ্যে বিসিক এপিআই শিল্পপার্ক বাস্তবায়িত হয়েছে। ফলে মুন্সীগঞ্জ জেলা মাল্টিসেক্টরাল শিল্প হাব হিসেবে গড়ে উঠবে।
শিল্পমন্ত্রী বলেন, মুন্সীগঞ্জের বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রত্যক্ষভাবে ৮০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। সব মিলিয়ে পরোক্ষভাবে সাড়ে ৪ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে এই শিল্পপার্ক।
আজ শনিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইছামতি নদীর তীরে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে এসে  শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিক চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান,শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূরুল আলম, যুগ্ম সচিব আনোয়ারুল আলম, মুন্সিগঞ্জেরজেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, প্রকল্প পরিচালক মুহাম্মদ  হাফিজুর রহমান  প্রমুখ  উপস্থিত ছিলেন।
বিসিক চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান বলেন, বিসিক কেমিক্যাল শিল্পপার্ক হবে পরিবেশবান্ধব শিল্পপার্ক। এখানে আধুনিক ফায়ার ফাইটিং ব্যবস্থাসহ সকল আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে কেমিক্যাল শিল্প উদ্যোক্তাদের প্লট বরাদ্দ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।