News update
  • Gold prices hit fresh record in Bangladesh within 24 hours     |     
  • Election to be held on time, Prof Yunus tells US Special Envoy     |     
  • Moscow wants Dhaka to reduce tensions domestically, also with Delhi     |     
  • Saarc experts meet to reduce livestock-origin greenhouse gases     |     
  • Bangladesh Mission in Delhi Suspends Visa Services     |     

তাইওয়ানের প্রতি মার্কিন নীতির পরিবর্তন হয়নি : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-24, 12:43pm




যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, তাইওয়ানের প্রতি মার্কিন নীতির কোন পরিবর্তন হয়নি।
যুক্তরাষ্ট্র চীনের আগ্রাসন থেকে তাইওয়ানকে সামরিকভাবে রক্ষা করতে ইচ্ছুক ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এ মন্তব্যের পর অস্টিন সোমবার এ কথা বলেন।
সাংবাদিকরা বাইডেনের মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইলে অস্টিন বলেন, আমাদের নীতির কোন পরিবর্তন হয়নি। তথ্য সূত্র বাসস।