News update
  • New Approach Must for Dhaka to Break Climate Aid Debt Trap     |     
  • UN High Seas Treaty Clears Ratification, Set for 2026     |     
  • UAE Suspends Visas for Bangladesh, Eight Other Nations      |     
  • Young disabled people of BD vow to advocate for peace     |     
  • World Leaders Urged to Defend Human Rights and Justice     |     

জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপনে ত্রিশালে তিনদিনব্যাপী ব্যাপক কর্মসূচি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-24, 12:51pm




জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালে কবির ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামীকাল থেকে তিনদিনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। 
এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বিদ্রোহীর শতবর্ষ’। আগামীকাল ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত তিনদিনের অনুষ্ঠান জেলার ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। 
ত্রিশালময় নজরুল, নজরুলময় ত্রিশাল। জাতীয় কবি নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে এখানকার নজরুল ভক্তদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। 
কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, স্মারক বক্তৃতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 
অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি জানান, সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি। 
বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য মো. হাফেজ রুহুল আমীন মাদানী, বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ভারপ্রাপ্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান। 
অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. একেএম শামসুদ্দিন চৌধুরী।
জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে ২৬ মে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি থাকবেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, গফরগাঁও আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আড়েং, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। নজরুল স্মারক বক্তা বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ।
২৭ মে শুক্রবার বিকেলে তৃতীয় ও সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম, ভালুকা আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
স্মারক বক্তা থাকবেন- জাতীয় কবির দৌহিত্রী, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক খিলখিল কাজী। তিনদিনব্যাপী প্রতিটি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমি মাঠে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তথ্য সূত্র বাসস।