News update
  • Mass graves in Gaza show victims’ hands were tied: UN rights office     |     
  • Graft case against Ex-CJ SK Sinha, probe report Jun 26     |     
  • Nearly 2 m people depend on assistance from UNRWA     |     
  • UNICEF in BD urges parents to keep children hydrated, safe     |     
  • 2 farmers die from heat stroke in Nilphamari, toll 5 so far     |     

প্রবীণ সাংবাদিক রুহুল কুদ্দুস আর নেই

খবর 2021-07-23, 7:40pm

photo-ruhul-kuddus-d1b1f5617968decb38d341ab7b1462511627047632.jpg

Ruhul Quddus



প্রবীণ সাংবাদিক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ রুহুল কুদ্দুস আর নেই। গত বুধবার  সন্ধ্যায় করোনায় আক্রান্ত হয়ে তিনি সোহরাওয়ার্দি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি......রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও  আত্বীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।

রুহুল কুদ্দুস অত্যন্ত প্রতিভাবান একজন সাংবাদিক ছিলেন। তিনি সর্বশেষ বাংলাদেশ সংবাদ সংস্থায় সিনিয়র সাব এডিটর হিসেবে কমর্রত ছিলেন। চার বছর আগে অবসরে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি ১৯৮০ সালে সাপ্তাহিক পাবনা বার্তায় সাংবাদিক হিসেবে যোগদান করেন। ঢাকায় এসে দৈনিক বাংলা, বাসস সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন।

এক সময় বাংলাদেশ টেলিভিশনে নদী ও পানি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান “সুখ দুঃখের নদী” এবং “দৈনন্দিন খাবার ও পুষ্টি” অনুষ্ঠান পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন তিনি। বাংলাদেশ -দক্ষিণ আফ্রিকা মৈত্রী সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন তিনি। বৃহস্পতিবার পাবনার বেড়ায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাব সদস্য রুহুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। - প্রেস বিজ্ঞপ্তি