News update
  • UP Polls: BNP urges voters not to go to polling stations tomorrow     |     
  • 5 workers dead, 49 missing after a building collapsed in South Africa     |     
  • Biden warns Netanyahu against major Rafah offensive      |     
  • Why voters in south India more resistant to Modi’s politics     |     
  • 16th edition of Bangladesh Denim Expo kicks off in Dhaka     |     

এবার আদমজী ই পি জেড-এ আগুন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-06-17, 1:46pm

image-46578-1655449549-c16c4ba41def962588a12a2ee82b61431655451966.jpg




নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের আদমজী ই পি জেড-এ একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের নির্মাণ কাজ করার সময় গ্যাস লাইন ফেটে আগুন লেগে গেছে। তবে আগুনে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ঘটনার প্রত্যক্ষদর্শী আদমজী ই পি জেড এর শ্রমিক মামুন মিয়া জানান, ই পি জেড এর একটি খালি প্লটে ভবন নির্মাণের জন্য পাইলিং করছিলো পলমল গ্রুপের হামজা ফ্যাশন । পাইলিং মেশিনের চাপে সকাল ৭টার দিকে গ্যাস লাইন ফেটে আগুন ধরে যায়। পাইলিং মেশিনটি মাটির ৩০-৪০ ফুট গভীরে চলে যায়। গ্যাসের লাইনের আগুন আট দশ তলা উঁচু হয়ে জ্বলতে থাকে। শুক্রবার হওয়ায় আজ ই পি জেড এর বেশির ভাগ প্রতিষ্ঠান বন্ধ।  অল্প কিছু প্রতিষ্ঠানে ওভার টাইম চলছে।  

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, পাইলিং করতে গিয়ে গ্যাসের লাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো কোনো হতাহতের খবর পাইনি।  তিতাস কতৃপক্ষকে খবর দেয়া হয়েছে।  

বেলা সোয়া ১২টায় এ রিপোর্ট লেখার সময়  আগুন নেভানোর চেষ্টা চলছিলো। তথ্য সূত্র বাসস।