News update
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     
  • Flood-hit Kenya and Tanzania on alert as cyclone nears     |     
  • Mangoes dropping early in Rajshahi amid intense heat     |     
  • Bomb kills at least 12 people, including children, in Congo     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Saturday morning     |     

সিলেটের বন্যায় দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পীর সাহেব চরমোনাই

খবর 2022-06-22, 11:58pm

pir-shaheb-of-charmonai-distributing-relief-among-flood-affected-people-on-wednesday-5488bb8db337ad11ec3894690d88ddc91655920684.jpg

Pir Shaheb of Charmonai distributing relief among flood affected people on Wednesday



সিলেটে ভয়াবহ বন্যায় মানবেতর জীবন-যাপন করছে অত্র এলাকার মানুষ। অসহায় এ জনগোষ্ঠীর মাঝে শুরু থেকেই উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

আজ ২২ জুন বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন এবং দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে তিনি গণ দোয়া অনুষ্ঠানে শরীক হবেন। 

চরমোনাই পীরের সাথে এসময় দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী দেলওয়ার হোসেন সাকী, সিলেট মহানগর সেক্রেটারী মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মুফতী ওয়ালীউল্লাহ কাসেমী, অর্থ ও প্রকাশনা সম্পাদক ডাঃ মুজিবুর রহমান, সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন সহ কেন্দ্রীয় এবং সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক, ইঞ্জিনিয়ার মোঃ গিয়াস উদ্দিন পরশ, প্রচার ও দাওয়াহ সম্পাদক