ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি যেতে রাজধানীর সায়েদাবাদ বাসটার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে অনেকেই টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (৭ জুলাই) সায়েদাবাদ বাসটার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের আগে আজ শেষ অফিস হওয়ায় দুপুরের পর থেকেই টার্মিনালে ভিড় বাড়তে থাকে। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। তারমধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তো আছেই।
মাদারীপুরগামী যাত্রী নোমান বলেন, তিন ঘণ্টা অপেক্ষার পর রাতের টিকিট পেয়েছি। অতিরিক্ত ভাড়ায় টিকিট নিতে হয়েছে। তাছাড়া ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ায় সহজে বাড়ি চলে যেতে পারব। কিন্তু আগে যে অতিরিক্ত সময় লাগতো, এখন তা টিকিট কাটতেই লেগে যাচ্ছে।
আরিফের অভিযোগ, গত দুই দিন ধরে বিভিন্ন বাসের কাউন্টার ঘুরেও চট্টগ্রামের টিকিট পাইনি। কাউন্টার থেকে শুধু আশার বাণী শুনাচ্ছে। আমার মতো এমন অনেকেই দুর্ভোগের শিকার।
তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রামের যাত্রী সাদ্দাম। তিনি বলেন, ১১০০ টাকার টিকিট দুই হাজার টাকায় কিনতে হয়েছে। সাদ্দামের মতো বেশি ভাড়া নেওয়ায় অভিযোগ অনেকের।
কাউন্টার মাস্টাররা বলছেন, দুপুরের পর যাত্রীর চাপ বেড়েছে। বাসের টিকিটও শেষ হয়ে গেছে। আমাদের কিছু করার নেই। তবে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন তারা। তথ্য সূত্র আরটিভি নিউজ।