News update
  • No Media Faced Arson Attacks in 53 Years: Mahfuz Anam     |     
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     

ঈদের ছুটিতে ঢাকায় ঘোরাফেরা করার ১০ স্থান

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-07-10, 10:27am




সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ইতোমধ্যে ঈদের নামাজ শেষে পশু কোরবানি করছেন মুসুল্লিরা। তবে ঈদের ছুটিতে ঘরাফেরা একটি অন্যতম অনুষঙ্গ। বিকেলে ফাঁকা ঢাকায় রিকশায় পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন নগরবাসী। ঈদের ছুটিতে ঢাকার দর্শনীয় ১০টি স্থান সম্পর্কে তুলে ধরা হলো।

সাধারণত সরকারি ছুটির দিনগুলোতে এসব স্থান খোলা থাকে। তবে সংস্কার কাজ ও অন্যান্য সমস্যার কারণে অনেক সময় কর্তৃপক্ষ সেগুলো বন্ধ রাখতে পারে। তাই বাসা থেকে বের হওয়ার আগে খোলা থাকার বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন।

আহসান মঞ্জিল
বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকার নবাবদের অন্যতম বিখ্যাত আবাসিক ভবন আহসান মঞ্জিল। ওয়াইজঘাটে এসে বুলবুল ফাইন আর্টস একাডেমির সামনে গেলেই ঐতিহাসিক ভবনটি নজর কাড়বে। পরিবারের সদস্যদের নিয়ে নবাবদের আভিজাত্য উপভোগ করার পাশপাশি পেতে পারেন দুর্দান্ত আনন্দ।
লালবাগ কেল্লা

লালবাগ কেল্লা মুঘল আমলে নির্মিত একটি অনন্য ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত। দর্শনীয় লাল ইটের কেল্লায় প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করেন। দুর্গের পাশে অবস্থিত ঐতিহাসিক লালবাগ শাহী মসজিদও দেখে আসতে পারেন।

বলধা গার্ডেন

রাজধানীর ওয়ারীতে অবস্থিত বলধা গার্ডেনে রয়েছে প্রায় দেড় হাজার প্রজাতির গাছ। এখানে একটি সুন্দর পুকুর আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাগানে নানা ধরনের গাছের পাশাপাশি রয়েছে পর্যটকদের জন্য গেস্ট হাউস।

জাতীয় সংসদ ভবন

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অবস্থিত জাতীয় সংসদ ভবনটি শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্যতম সেরা স্থাপত্যশৈলীর উদাহরণ। আমেরিকান স্থপতি লুই কানের ডিজাইন করা অত্যাধুনিক ভবনটি তার ব্যতিক্রমী আকার এবং নকশার জন্য জনপ্রিয়।

ভবনটিতে সাধারণ মানুষের চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও আশপাশের পরিবেশ, কৃত্রিম লেক ও সড়কের ওপর অস্থায়ী খাবারের দোকানগুলোতে বিকেলে ভিড় জমে।

শিশুমেলা

বর্তমানে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড নামে পরিচিত শিশুমেলায় শিশুদের খেলাধুলা ও মজা করার বিভিন্ন সুযোগ রয়েছে। আকর্ষণীয় রাইডগুলো তাদের জন্য বিনোদনের একটি আদর্শ মাধ্যম হতে পারে। সেখন প্রাপ্তবয়স্করা তাদের শৈশবের স্মৃতিচারণা করতে পারেন। তাই ঈদের ছুটিতে শিশু পার্কটিতে ঘুরে আসতে পারেন সবাই।

কার্জন হল

কার্জন হল রাজধানীর শাহবাগে অক্সফোর্ডের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত। ১১৫ বছরের পুরোনো ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। দ্বিতল ভবনটির নামকরণ করা হয়েছে তৎকালীন ভাইসরয় এবং ভারতের গভর্নর-জেনারেল লর্ড কার্জনের নামে।

লাল ইট দিয়ে সুসজ্জিত ভবনের সামনে একটি সুন্দর ফুলের বাগান রয়েছে। ভবনের পেছনে রয়েছে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক মুসা খান মসজিদ এবং একটি বিশাল পুকুর।
হাতিরঝিল

মগবাজার থেকে রামপুরা ও গুলশান পর্যন্ত নির্ধারিত ভাড়ায় চলাচলকারী যাত্রীবাহী ওয়াটার বাসে পুরো হাতিরঝিল এলাকা ঘুরে আসা যায়। হাতিরঝিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে রাতে ঘুরে আসতে পারেন হাতিরঝিলের নৈসর্গিক সৌন্দর্য। আলো এবং ঠান্ডা বাতাসে মন ও আত্মাকে প্রশান্ত করবে।

রমনা পার্ক

রাজধানীর শাহবাগের মিন্টু রোড ও বেইলি রোড এলাকায় রয়েছে রমনা পার্ক। পার্কটিতে রয়েছে নানা ধরনের গাছগাছালি এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ। রমনা পার্ক হতে পারে আপনার পরিবারের সঙ্গে ভ্রমণ করার জন্য একটি আদর্শ জায়গা।

জাতীয় চিড়িয়াখানা

ঈদের ছুটিতে রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঘুরে আসতে পারেন প্রাণিপ্রেমীরা। চিড়িয়াখানায় রয়েল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বনের রাজা সিংহ পর্যন্ত বিভিন্ন ধরনের বন্যপ্রাণী থাকবে। জাতীয় চিড়িয়াখানায় প্রতি বছর প্রায় ৩০ লাখ মানুষ ভিড় করে।

জাতীয় যাদুঘর

রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘর। জাদুঘরটি সুসংগঠিত, নৃতাত্ত্বিক ও আলঙ্কারিক দিকগুলোতেও অনন্য। এই বিশাল ভবনের প্রতিটি কক্ষ শিল্প বিভাগ, ইতিহাস এবং ধ্রুপদী শিল্প বিভাগ, প্রাকৃতিক ইতিহাস বিভাগ এবং সমসাময়িক বা বিশ্ব সভ্যতা বিভাগের মতো বিভিন্ন বিভাগে সাজানো হয়েছে। যার সবগুলো একদিনে ভ্রমণ করা যায় না। জাদুঘরে একটি অত্যন্ত সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে।

দেশ-বিদেশ থেকে শিখতে চাইলে, জ্ঞান অর্জন করতে এবং একই সঙ্গে ভ্রমণ উপভোগ করতে চাইলে ঈদের ছুটিতে জাতীয় জাদুঘরকে আপনার ভ্রমণ তালিকায় এক নম্বরে রাখতে পারেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।