News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

সিনিয়র সাংবাদিক মোঃ আব্দুর রহিম আর নেই

খবর 2021-08-08, 10:24pm

md-abdur-rahim-f83162cb73c2ee80af20d159e18f6f6f1628439857.jpg

Md Abdur Rahim



জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য মোঃ আব্দুর রহিম আর নেই। শুক্রবার বিকেল পাঁচটায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। মে ১৯৮৬ সালে ইনকিলাব পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করেন।  

বাদ এশা খিলগাঁও তিলপাপাড়া ৭নং রোড জামে মসজিদে নামাজে জানাজার পর শাহজাহানপুর গোরস্থানে তাকে দাফন করা হয়।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের সিনিয়র সদস্য মোঃ আব্দুর রহিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।