News update
  • Transformer thefts in Bagerhat cause widespread power outage     |     
  • UN report on atrocities During July Uprising by mid-February     |     
  • ACC to inquire officials involved in 2018 Nat’l Polls ‘manipulation’     |     
  • Murdoch's UK tabloids offer rare apology: legal settlement with Prince Harry     |     
  • The growing terrorism threat in Africa     |     

বিমানবন্দর সড়কে তিন লেন বন্ধ, যেভাবে যেতে হবে যাত্রীদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-08-10, 4:46pm

resize-350x230x0x0-image-187855-1660124927-2be2915184ee09af6327bcdeef3280351660128377.jpg




রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজের জন্য বর্তমানে বন্ধ রয়েছে তিন লেনে গাড়ি চলাচল।ফলে প্রায়ই সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়।এ অবস্থায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গমনকারী ও খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ।

বুধবার (১০ আগস্ট) দুপুরে ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) বদরুল হাসান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিআরটি প্রকল্পের কাজের জন্য বর্তমানে রাজধানীর বিমানবন্দর এলাকায় চলমান তিন লেনে যানচলাচল বন্ধ রয়েছে। এতে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে সড়কটিতে। এ কারণে বিমানবন্দরগামী যাত্রীদের নির্দিষ্ট সময়েরও অতিরিক্ত সময় হাতে নিয়ে যাত্রা শুরু করার অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া খিলক্ষেত হয়ে উত্তরা ও গাজীপুরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে এ সড়কে চলাচল করার জন্য অনুরোধ জানান তিনি।একই সঙ্গে বিমানবন্দরগামী যাত্রীদের হোটেল লা মেরিডিয়ান ও কাওলা অতিক্রম করার পর অবশ্যই বাম লেন ব্যবহার করতে বলা হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।