News update
  • Helicopter carrying Iran President Raisi crashes, search on     |     
  • Jhenaidah-4 MP missing after going to India for treatment     |     
  • UN HR chief wants BD provide safety to fleeing Rakhine people      |     
  • Quader dissatisfied over the plan of imposing 15% VAT on metro rail     |     
  • Gaza hospital says 20 killed in Israeli strike on Nuseirat     |     

পায়রা বন্দর কানেক্টিং রোড প্রজেক্টের কাজে বাঁধা প্রদান, হুমকীর অভিযোগ

খবর 2022-11-13, 7:54pm

kalapara-upazila-a679247e9fb0aee63da0fdd41381e88d1668347676.png

Kalapara Upazila



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কানেক্টিং রোড প্রজেক্টের কাজে বাঁধা প্রদান, ঠিকাদারী প্রতিষ্ঠানের এক্সলেটর অপারেটরকে হুমকী প্রদানের ঘটনায় মো: পনির মোল্লা (৪৫) সহ অজ্ঞাত ৫/৭ জনের নামে কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লি:’র পায়রা বন্দর কানেক্টিং রোড প্রজেক্টের কাজ বাস্তবায়নে নিয়োজিত ভাই ভাই এন্টার প্রাইজের ম্যানেজার শিবু চন্দ্র দে এ অভিযোগ দায়ের করেন।

সূত্র জানায়, দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার কানেক্টিং রোড প্রজেক্টের কাজ বাস্তবায়নে নিয়োজিত ভাই ভাই এন্টার প্রাইজের এক্সলেটর অপারেটর শাহিনকে স্থানীয় পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ কর্মকর্তা পনির সহ অজ্ঞাত ৫/৭ জন সিলেকশন বালু আনলোডের কাজে বাঁধা প্রদান করে ও অকথ্য ভাষায় গালি গালাজ করে। এবং হুমকী দিয়ে বলে যে, ’আমরা টিয়াখালী চেয়ারম্যান সুজন মোল্লার লোক, বন্দরে কাজ করতে হলে আমাদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। অন্যথায় কাজ করা যাবেনা।’

এ অভিযোগ অস্বীকার করে পনির মোল্লা বলেন, তিনি এ ঘটনার সাথে জড়িত নন। তাকে থানায় ডাকা হয়েছিল। সেখানেও তিনি এ কথা বলেছেন।

কলাপাড়া থানার ওসি মো: জসিম অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ’বিষয়টি আমি নিজে তদন্ত করছি। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।’ - গোফরান পলাশ