News update
  • Mushfiqur, Mahmudullah, Mominul find teams in BPL     |     
  • Modi expresses concern over Khaleda's health, offers support     |     
  • Dhaka 3rd most polluted city in the world Tuesday morning     |     
  • Govt declares Khaleda Zia a ‘very very important person’     |     
  • Remittance surges to $2.68 billion in 29 days of November     |     

হিরো আলমের সংবাদ করায় সাংবাদিকের ওপর হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-02-04, 5:49pm

resize-350x230x0x0-image-210455-1675507723-48f30c72f4837af0ba0509aa307640551675511387.jpg




বগুড়ায় উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের সংবাদ করায় স্থানীয় দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগে এক যুবলীগ নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় শহরের কলোনি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিক জে এম রউফ বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন। এতে গ্রেপ্তার যুবলীগ নেতাকে একমাত্র অভিযুক্ত করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শরিফুল ইসলাম শিপুল। তিনি বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি।

ভুক্তভোগী সাংবাদিকরা হলেন, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি জে এম রউফ ও স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক জহুরুল ইসলাম।

ভুক্তভোগী জে এম রউফ জানান, তিনি টাউন ক্লাবের অফিসে (ক্লাবের সাধারণ সম্পাদকের কক্ষে) বসে উপনির্বাচনে পরাজিত প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ফলাফল প্রত্যাখ্যান করার বিষয়ে সংবাদ সম্মেলনের সংবাদ লিখছিলেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে যুবলীগ নেতা শরিফুল মদ্যপ অবস্থায় সেখানে প্রবেশ করে। এ সময় তিনি (রউফ) হিরো আলমের সংবাদ সম্মেলনের ভিডিও তার পত্রিকার মেইলে দিয়েছেন মর্মে মোবাইল ফোনে অফিসকে অবহিত করছিলেন। এটি শুনেই ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালাগাল ও মারধর শুরু করেন শিপুল।

বগুড়া সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, সদর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার সকালে অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য সূত্র বাসস।