News update
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     
  • If the US Nuclear Umbrella Collapses, Will it Trigger a Euro-Bomb?     |     
  • Israeli restrictions on UN bodies in Gaza highlighted at ICJ     |     
  • Lightning strikes kill 11 in six Bangladesh districts     |     
  • Prof Yunus back home after his week-long Doha, Rome visits     |     

নির্বাচনের ১৫ মাস পর পুনরায় ভোট গণনায় জয়ী পরাজিত প্রার্থী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-02, 12:10am

resize-350x230x0x0-image-214188-1677692480-357437ea24e5696cea0cec5b993437921677694230.jpg




নির্বাচনের ১৫ মাস পরে পুনরায় ভোট গণনার পর বিজয়ী ঘোষিত হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী মুকুল হোসেন।

বুধবার (১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পুনরায় ভোট গণনা শেষে এ রায় দেন। রায়ে ৯২০ ভোট পাওয়া ফুটবল মার্কার প্রার্থী মুকুল হোসেন ৪৩ ভোটে বিজয়ী ঘোষিত হন। আর, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরগ মার্কার প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট।

এর আগে, ২০২১ সালের ২৮ নভেম্বর সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময়কার ভোট গণনা অনুযায়ী ফুটবল প্রতীকে মুকুল হেসেন পেয়েছিলেন ৯৬১ ভোট পান। আর, মোরগ প্রতীকে সাইফুল ইসলাম ৯৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখলের অভিযোগ করেন ফুটবল প্রতীকের প্রার্থী মুকুল হেসেন।

মুকুল হোসেন জানান, ভোট গণনার সময় সাইফুল তার লোকদের দিয়ে আমাকেসহ আমার ২০-২৫ সমর্থককে মারধর করে আহত করেন। এ সময় ভোট গণনায় বাধা দিয়ে তিনি তার জয় নিশ্চিত করেন। অথচ, সঠিকভাবে ভোট গণনা হলে সে সময় আমি বিজয়ী হতাম।

পরে, ২০২২ সালের ১১ জানুয়ারিতে বেলকুচি আমলি আদালতে ফুটবল প্রতীকে মুকুল হোসেন বাদী হয়ে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন। দীর্ঘ ১৫ মাস পর দুই প্রার্থীর উপস্থিতিতে সিরাজগঞ্জ নির্বাচন ট্রাইবুনাল সদর কোর্টের বিচারক সুলতান উদ্দিন প্রধান পুনরায় ভোট গণনা করেন। গণনা শেষে দেখা যায়, ফুটবল প্রতীকের প্রার্থী মুকুল হোসেন ৯২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর, মোরগ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট।

বিজয়ী ঘোষিত প্রার্থী মুকুল হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস পরে আজ আমি বিচার পেলাম। আমি ৪৩ ভোটে বিজয়ী হয়েছি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম (রাখাল) বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ ১৫ মাসের আইনী লড়াই শেষে আজ আদালত ভোট গননা করেছেন এবং মুকুল হোসন বিজয়ী ঘোষিত হয়েছেন।

এদিকে, জানতে চাওয়া হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পরাজিত প্রার্থী সাইফুলঊ ইসলাম। তথ্য সূত্র আরটিভি নিউজ।