প্রতারণার মামলা হয়েছে ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর- হরিণাকুন্ড) আসনের সাবেক সাংসদ শফিকুল ইসলাম অপু ও তার বোনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (০২ মার্চ) দুপুরে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন ঝিনাইদহ পৌরসভাধীন মহিলা কলেজপাড়ার বাসিন্দা সুলতানা ইয়াসমিন।
পরবর্তিতে আদালত মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, শফিকুল ইসলাম অপু ও তার বোন কামরুন্নাহার লিপি জমি বিক্রির জন্য ২০২২ সালের ৩০ মার্চ বাদীর নগদ ১০ লাখ ও ৫ মে ১৫ লাখ টাকা গ্রহণ করে। ২ মাসের মধ্যে জমি রেজিস্ট্রি করার কথা থাকলে তারা নানা টালবাহানা শুরু করে। সবশেষ গত ২৬ ফেব্রুয়ারি বাদী জমি রেজিস্ট্রি করার কথা বলতে তাদের বাড়িতে গেলে তারা জমি রেজিষ্ট্রি করেননি।
মামলার বাদী পক্ষের আইনজীবী শামসুজ্জামান তুহিন বলেন, মামলার বাদী ও তার স্বামীর কাছ থেকে জমি বিক্রির নামে ২ দফায় ২৫ লাখ টাকা নিয়েছে শফিকুল ইসলাম অপু ও তার বোন। জমি না দিয়ে তারা দিনের পর দিন ঘোরাতে থাকে। আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর মুঠোফোনে জানান, মামলার বিষয়টি সম্পুর্ন ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন সত্য ঘটনা হচ্ছে, তার বোন জিমিটি বিক্রির জন্য একটি হাত বায়নানামা করেন। কথা ছিল দুই মাসের মধ্যে জমি রেজিষ্ট্রি করে নিবেন। কিন্তু এক বছর পার হলেও তারা জমি রেজিষ্ট্রি করেননি। এখন জমির মুল্য বৃদ্ধি হয়েছে। তাদের কাছে এ বিষয়ে জানালে তারা বসাবসি না করে উল্টো মিথ্যা মামলা করেছেন বলে সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপু অভিযোগ করেন।