News update
  • Hurricane Melissa displaces thousands across Caribbean     |     
  • Trump’s Nuclear Test Directive Sparks Global Alarm     |     
  • Bangladesh Lost $24B in 2024 as Extreme Heat Hits Economy     |     
  • Remittance Surpasses $10b in Four Months of FY 2025-26     |     
  • Dhaka residents struggling with ‘unhealthy’ air quality     |     

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত ৮ জনের পরিচয় শনাক্ত করলো পরিবার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-07, 10:06pm

resize-350x230x0x0-image-214922-1678204554-a6b82671f02efae1035a8f64183096e41678205199.jpg




রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। ইতোমধ্যে নিহতদের মধ্যে আটজনের পরিচয় পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। স্বজনরা এসে তাদের মৃহদেহ শনাক্ত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন, বরিশাল কাজীরহাট চরসন্তশপুর গ্রামের মৃত দুলাল মৃধার ছেলে ইসহাক মৃধা (৩৫), যাত্রাবাড়ীর শেখদী পশ্চিমপাড়ার মোশাররফ হোসাইনের ছেলে মুনসুর হোসাইন (৪০), কেরানীগঞ্জের দক্ষিণ চুন কুটিয়া মাস্টারবাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাহাদ (১৮), চাঁদপুর মতলব উপজেলার পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আলামিন (২৩), বংশাল আলুবাজারের মৃত হোসেন আলীর ছেলে ইসমাইল হোসেন (৪২)। এ ছাড়াও কুমিল্লার মেঘনা উপজেলার নলচড় গ্রামের মো. মমিনের ছেলে সুমন (২১)। তিনি গুলিস্তানের জুতা ব্যবসায়ী। লালবাগের ইসলামবাগের মমিনুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী নদী আক্তার। তথ্য সূত্র আরটিভি নিউজ।