News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

ঝিনাইদহে মরমি কবি পাগলা কানাইয়ের ১৫ ফুটের বিশাল মুর‌্যাল উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2023-03-15, 12:15am

ggh-6fca2b0eae7d6e3b9830baad3ef9a55b1678817824.jpg




ঝিনাইদহে মরমি কবি পাগল কানাইয়ের মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার বেড়বাড়ি গ্রামের কবির মাজার প্রাঙ্গণে এ মুর‌্যাল উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা বেগম।

সেসময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজীবুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান  এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিনসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাগলাকানাই সাহিত্য ও সংগীত চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুর রশিদ জানান, পাগলা কানাইয়ের মাজারে তার স্মৃতি ধরে রাখতে সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে কবির মাজার প্রাঙ্গণে এই মুর‌্যাল উদ্বোধন করা হয়েছে। যার পরিকল্পনা করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।

তিনি আরো জানান, এমন বিশাল ম্যুরাল ঝিনাইদহে এই প্রথম। ম্যুরালটি ১৫ ফুট লম্বা ও চওড়ায় ৮ ফুট । এই ম্যুরালটি তৈরী করতে সাড়ে ৪ লাখ টাকা থরচ হয়েছে। যা উপজেলা পরিষদের ফান্ড থেকে করা হয়ছে।

পাগলাকানাইয়ের মুর‌্যাল তৈরী করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়েছে কবির ভক্তসহ স্থানীয় বাসিন্দারা।

উল্লেখ্য- কবির জন্মদিন উপলক্ষে গত ১০ মার্চ থেকে ৭ দিস ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলছে।