News update
  • More than 100 inmates escape from Nigerian prison     |     
  • Economic Reporters demand withdrawal of ban on entry to BB      |     
  • 155 killed in Tanzania as heavy rains cause floods, landslides: PM     |     
  • Sajek road accident: Death toll rises to 9     |     
  • Heatstroke kills 30 in Thailand this year as kingdom bakes     |     

ওআইসির ভাইস প্রেসিডেন্ট হলো বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-17, 8:41pm

resize-350x230x0x0-image-216216-1679046383-2b925812e951aeccd42a141d871f4df91679064103.jpg




ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রেসিডেন্ট হয়েছে আফ্রিকার দেশ মৌরিতানিয়া।

শুক্রবার (১৭ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

এ ছাড়া ইসলামি মানবাধিকার পরিষদের সদস্যও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে তুরস্ক ও ইরানও সদস্য হয়েছে।

একই সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ জারি রাখার আহ্বান জানান তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।