News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

দরপতনে লোকসানের আশঙ্কা ঝিনাইদহের ভুট্টা চাষিদের

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ খবর 2023-04-06, 10:24am

jhenidah-vutta-photo-01-f13eac3fb967ba7acf9bd2ba8ff618a41680755050.jpg




গত কয়েক দিনের ব্যাবধানে ঝিনাইদহে প্রতিমন ভুট্টায় ১৮০ থেকে ২' শ টাকার দর পতন হয়েছে। সপ্তাহখানেক আগে যে ভূট্টা ১৪' শ থেকে ১৪' শ ৩০ টাকা বিক্রি হয়েছে, তা এখন ১২' শ টাকা বা তারও কম দামে বিক্রি হচ্ছে। এমন অবস্থায় ভূট্টা চাষিদের মধ্যে অনেকটা হতাশা বিরাজ করছে।

চুটলিয়ার কৃষক রতন মিয়া জানান, চলতি মৌসুমে ভূট্টা আবাদ করতে বীজ, সার, শ্রমিক, সেচের খরচ বেড়েছে কয়েক গুন। মৌসুমের শুরুতে প্রতিমন শুকনা ( পুরাতন)  ভূট্টা বিক্রি হয়েছে ১৫' শ থেকে ১৬শ টাকা মণ। আর নতুন শুকনা ভূট্টা সাড়ে ১৪' শ থেকে ১৪' শ ৭০ টাকায় বিক্রি হয়েছে। সে সময়ে কাঁচা ভূট্টা ছিল সাড়ে ১১' শ থেকে ১১' শ ৭০ টাকায়। বর্তমান আগাম ভূট্টা কাটার মৌসুম চলছে। গত কয়েকদিন ভূট্টার দাম কমে গেছে।

জেলার মহেশপুর উপজেলার নেপা গ্রামের ভুট্টা চাষি হারুন অর রশিদ বলেন, তার এলাকায় শুকনা ভূট্টা সর্বোচ্চ ১১' শ টাকা আর কাঁচা ভূট্টা সাড়ে ৮' শ থেকে ৯' শ টাকায় ব্যাবসায়ীরা কিনছে।

ঝিনাইদহ- চুয়াডাঙ্গার ভুট্টা কেনা বেচার সবচেয়ে বড় মোকাম চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজার, সেখানে মঙ্গলবার শুকনা ভূট্টা সর্বোচ্চ ১১' শ ৮০ টাকা দরে কিনতে দেখা গেছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদফতর ডিডি আজগর আলী জানান, চলতি মৌসুমে ১৬' হাজার ৬৮০ হেক্টর জমিতে ভূট্টা আবাদ হয়েছে। যা লক্ষ্য মাত্রা থেকে ১' হাজার ৫৬৮ হেক্টর বেশি। আর এই পরিমাণ আবাদ থেকে ১' লাখ ৬৯ হাজার ১০৩ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।