News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

অপহরণের পাঁচ মাস পর ভিকটিম উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2023-04-06, 10:38am

img_20230405_113022-57181eb94664cbeb5adec5502736c7341680755890.jpg




অপহরণকৃত ও ভারতের পাচার হওয়া ১৪ বছরের বালককে  উদ্ধার করেছে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ( পিবিআই)। বুধবার (৫ এপ্রিল) সকাল১১টাই  পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান।

উদ্ধার হওয়া বালক, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া কলোনী ডাঙ্গাপাড়ার নাজমুল হক এর ছেলে মোঃ রাসেল আলী (১৪) ।

এসময় পুলিশ সুপার ( পিবিআই) জানান, গত ২৯ অক্টোবর ২০২২ তারিখে নিখোঁজ হয় রাসেল । ওই ঘটনায ৪ দিন পর রাসেলের দাদা বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানার একটি নিখোঁজ জিডি করেন। যার জিডি নং ১১১, ২ নভেম্বর ২০২২। ওই জিডির সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি পিবিআই ঝিনাইদহ নিখোঁজ সংক্রান্ত ছায়া তদন্ত শুর করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে চুয়াডাঙ্গা শহরের বাসস্ট্যান্ড পাড়ার মোঃ কামাল হোসেন ও তানভির আহমেদ এর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্থানীয় সদর থানায় মামলা দায়ের করেন।

এরপর বাদীর আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার থেকে ঝিনাইদহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর দায়িত্ব দেওয়া হয়। তদন্তের স্বার্থে বিশেষ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ও  আসামিদের দফায়-দফায় জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা । পরে, রাসেল কে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তারা স্বীকার করে। ঘটনার প্রায় ১৫০ দিন পর ভিকটিম রাসেল কে সাতক্ষীরা সদর থানাধীন বৈকালী এলাকা থেকে উদ্ধার করা হয়।