News update
  • UN Chief Condemns Russian Attacks, Warns of Nuclear Risks     |     
  • Dhaka Urges Clear Outcome from Upcoming Rohingya Talks     |     
  • Khulna falls short of jute output target for lack of incentives     |     
  • UNRWA Report on the Humanitarian Crisis in Gaza & West Bank     |     
  • Rail link with Khulna cut off as train derails in Chuadanga     |     

‘নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-07-24, 6:37pm

resize-350x230x0x0-image-232840-1690196197-386d2ef0cbcd772dc1cccb965a0101a21690202229.jpg




নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৪ জুলাই) আইসিটি বিভাগে ওয়েবসাইটের তথ্য ফাঁস বিষয়ে পর্যালোচনা সভা শেষে তিনি এ কথা জানান।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। এ ছাড়া এখানে শুধু তথ্যই চুরি হয়েছে, আঙুলের ছাপ বা রেটিনার তথ্য আলাদা সার্ভারে থাকায় তা সুরক্ষিত আছে।

তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট থেকে। এটি হয়েছে মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতার কারণে। প্রতিষ্ঠানটির ওয়েব অ্যাপ্লিকেশনগুলোতেও তদারকির অভাব পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ কর্তৃক গঠিত তদন্ত কমিটি।

তিনি আরও বলেন, আমরা ওয়েবসাইটগুলো নিয়ন্ত্রণ এবং সুরক্ষায় কাজ করছি। তবে এ ঘটনায় শাস্তির আগে দোষী কর্মকর্তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।