ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার কিয়েভ সফর করেন। সেখানে তিনি ইউক্রেনের জন্য প্রায় ৩২০ কোটি ডলারের নতুন সামরিক অর্থায়নের কথা প্রকাশ করেন। রাশিয়া প্রথম ইউক্রেন আক্রমনের পর এটাই ব্রিটেনের বার্ষিক প্রতিশ্রুতির বৃহত্তম অর্থায়ন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সুনাক বলেন, দুই দেশ একটি দীর্ঘমেয়াদী দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেছে। তিনি বলেন, ঐ চুক্তিটি দু’ দেশের মধ্যকার অংশীদারিত্বের মূলভিত্তি যা “একশ বছর বা তারও বেশি সময় ধরে অব্যাহত থাকবে।”
সুনাক বলেন, গত বছর লিথুয়ানিয়ার ভিলনিয়াসে নেটো জোটের শীর্ষ সম্মেলনে নেটো মিত্ররা যে ধারাবাহিকভাবে “নিরাপত্তা নিশ্চয়তা” প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল এটা তার মধ্যে প্রথম চুক্তি।
জেলেন্সকি বলেন, চুক্তি স্বাক্ষরের মাধ্যমে “ইউরোপের ইতিহাস আজ পাল্টে গেলো।” তিনি একে "নজিরবিহীন" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই চুক্তির ভিত্তিতে অন্যান্য অংশীদারদের সাথে ভবিষ্যতে কাজ করার ক্ষেত্র প্রস্তুত হবে।
সুনাক বলেন, সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, ট্যাংক-বিধ্বংসী অস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং আর্টিলারি শেলসহ এর সঙ্গে থাকবে ইউক্রেনের সেনাদের ও নারীদের জন্য প্রশিক্ষণদান।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ড্রোনের জন্য সাড়ে ২৫ কোটি ডলারও এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, এটা হচ্ছে “যেকোনো দেশের পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া ড্রোনের একক বৃহত্তম প্যাকেজ।”
সুনাক বলেন, তিনি তার দেশ এবং বিশ্বজুড়ে ইউক্রেনের মিত্রদের পক্ষ থেকে ইউক্রেনকে একটি বার্তা দিতে চান যে তারা কখনই একা থাকবে না। তিনি বলেন, জাতিকে রক্ষা করার অধিকারএবং একটি স্বাধীন গণতন্ত্রিক রাষ্ট্র হিসেবে থাকার জন্য ইউক্রেনের যুদ্ধ।
সুনাক বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনে জয়ী হন, তাহলে তিনি এখানেই থেমে থাকবেন না।” তিনি বলেন, ইউক্রেনের সমর্থনে সোচ্চার না হলে তা হবে পুতিন ও উত্তর কোরিয়া, ইরান ও অন্যান্য স্থানে রাশিয়ার মিত্রদের উৎসাহিত করা। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা।