News update
  • Europe Is Now the Fastest Warming Continent—Report     |     
  • Israeli strikes in Lebanon killing civilians: UN rights office     |     
  • US trade agenda: gratitude for BD’s ‘constructive’ response      |     
  • Brisk Daily Chores May Boost Heart Health     |     
  • Govt Introduces New Policy for Outsourced Workers     |     

বান্দরবানে কেএনএফের হামলায় যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-04-06, 2:19pm

716a6f04401e34341effe11caece3f3db90510a21e25a39f-9ff26b49935dd0e4b9e55e7b0e394dba1712391548.jpg




বান্দরবানে কেএনএফের হামলায় যে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলার ঘটনায় যারা জড়িত ও যাদের নেপথ্যে এই তাণ্ডব, কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে রুমায় কেএনএফ সন্ত্রাসীদের হামলাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা অবশ্যই এর কারণ ও কারা এ হামলা করেছে; কাদের সহযোগিতা ছিল সবগুলোই বের করবো। এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থাও নেব।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। পাহাড়ে শান্তি বজায় রাখতে সব ধরনের ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী হামলার শিকার সোনালী ব্যাংক ও পাশের মসজিদ এলাকা পরিদর্শন করেন। কুকি চিনের হামলার বিষয়ে আশপাশের লোকজন ও সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল রাতে ও ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমায় দুটি ব্যাংকের তিনটি শাখায় সশস্ত্র হামলা চালায় কেএনএফের সদস্যরা। রুমায় তারা ব্যাংকের ম্যানেজার ও নিরাপত্তায় থাকা ১০ পুলিশ সদস্য ও ৪ আনসার সদস্যের অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তবে রুমায় অস্ত্রধারীরা সোনালী ব্যাংকের কোনো টাকা লুট করতে পারেনি। তারা যাওয়ার সময় ওই ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করে নিয়ে যায়। 

এদিকে বুধবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে থানচিতে বাজারে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসীরা। এ সময় থানচিতে সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় হামলা করে তারা সাড়ে ১৭ লাখ টাকা নিয়ে যায়।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সময় টিভি নিউজ।