News update
  • Record low ADP execution rate clouds performance in 2025     |     
  • Special prayers held nationwide for Khaleda after Jumma prayers     |     
  • Vandalism at Chattogram Airport for food after flight cancellations     |     
  • Nomination of Nagorik Oikya’s Manna, six others scrapped in Bogura     |     
  • Bangladesh Gets Record $32.8bn Remittance in 2025 Year     |     

ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-04-10, 8:20pm

4a7ab6a86e61ce88575ac9c8cfbc049952cba543916c176b-4240d0cd98f17afb009b6c95560d4d461712758842.jpg




ভিডিও বার্তায় দেসবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এক মাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয় পরিজন পাড়া-প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদে আনন্দ ভাগাভাগি করে নিই। ঈদুল ফিতরে আমাদের সবার জন্য বয়ে আনুক অনাবিল আনন্দ ও সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদ মোবারক।

বুধবার সন্ধ্যায় কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। যদিও মঙ্গলবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদ উদ্‌যাপিত হওয়ার বিষয়টি নিশ্চিত ছিল।

এদিকে সৌদি আরবে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হয় মঙ্গলবার। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে বুধবার।

সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বেশিরভাগ দেশই বুধবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে।