News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

রাঙ্গামাটিতে গোলাগুলিতে এক সেনাসদস্য ও তিনজন জেএসএস সদস্য নিহত

খবর 2022-02-03, 12:39pm

Chittagong Hill Tracts.



বাংলাদেশে সেনাবাহিনী জানিয়েছে গতরাতে রাঙ্গামাটিতে তাদের একটি টহল দলের সদস্যদের সাথে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বা জেএসএসের সদস্যদের গোলাগুলির ঘটনায় তাদের একজন সদস্যসহ মোট চারজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজন জেএসএসের সদস্য বলে জানিয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় আরো একজন সেনা সদস্য আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেঃ কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন সেনাবাহিনীর বান্দরবান রুমা জোনের অধীনে থাকা রাঙামাটির বিলাইছড়িতে রাত পৌনে এগারোটার দিকে গোলাগুলির এই ঘটনা ঘটে।

নিহত সৈনিক একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছিলেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয়েছে।

গুলিবিনিময় হয়েছে সন্তু লারমা সমর্থিত জেএসএস মুল দলের সদস্যদের সাথে।

টহলের সময় সেনাসদস্যদের উপর হামলা চালানো হয়েছে এতে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

ঘটনাস্থল থেকে একটি এসএমজিসহ বেশ কিছু অস্ত্র ও অর্থ উদ্ধারের কথা জানিয়েছেন তিনি।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেনাবাহিনী এবং স্থানীয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠির মধ্যে গত কয়েক বছরে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

২০১৯ সালে সেনাবাহিনীর একটি টহল দলের ওপর হামলায় একজন সেনা সদস্য নিহত হয়েছিলেন। - BBC Bangla