News update
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     

এমপি আনারের বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথভাবে কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-05-21, 7:29pm

hfjdsfusuf9o-eb25b3a5c35234acec1081d388dc88011716298156.jpg




ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুঁজে পেতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার (২১ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঝিনাইদহের এমপি আমাদের ইমিগ্রেশন ও ভারতের ইমিগ্রেশন যথাযথভাবে পার হয়ে ভারতে গিয়েছিলেন। যাওয়ার পরে তার কোনো খোঁজখবর পাচ্ছি না। সব গভর্নমেন্ট এজেন্সি এটা নিয়ে কাজ করছে। এনএসআই, এসবি, পুলিশ কাজ করছে। ভারতীয় পুলিশের সঙ্গে, ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এটা নিয়ে কাজ চলছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার কাছে এখন পর্যন্ত তার বিষয়ে কোনো আপডেট নেই। যতটুকু শুনছি, তার (আনার) মোবাইলটাও বন্ধ আছে।’

গত ১১ মে চিকিৎসার জন্য ভারতে যান সরকারি দলের সংসদ সদস্য আনার। ১৬ মে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তার পরিবারের সদস্যদের। এনটিভি নিউজ