News update
  • Israel approves plans for nearly 5,300 new homes in West Bank settlements     |     
  • 45th National Task Force meeting on Rohingyas held in Cox’s Bazar     |     
  • Gaza war grinds on as forcibly displaced run out of shelter     |     
  • Hezbollah fires 200 rockets into Israel after commander killed     |     
  • Ex-police official, his wife sued for amassing illegal wealth     |     

এমপি আনার ভারতে অপকর্মে জড়িত কি না তদন্তে জানা যাবে : কাদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-05-24, 7:21am

obaaydul_kaader-9d1c5247445fce6840505c17df10f2d01716513726.jpg




আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ঝিনাইদহ-৪ আসনের নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল কি না, তা তদন্ত করে জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে আমি কিছু বলতে পারব না। আওয়ামী লীগে অপরাধীদের কোনো স্থান নেই।’

বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নবগঠিত যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, জনপ্রিয়তার কারণে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। চোরাচালানের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ করছে ভারতীয় গণমাধ্যম। তার মৃত্যুর পর এখন সেসব বিষয়ে তদন্ত চলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোর দিয়ে বলেন, ‘অন্যায়কারী দলের লোক হলেও শেখ হাসিনা তাকে রেহাই দেন না। অপরাধের ব্যাপারে তিনি জিরো টলারেন্স নীতি মেনে চলেন।’

এসব অভিযোগের সময় ও সুযোগ নিয়েও প্রশ্ন তুলে কাদের বলেন, ‘মৃত্যুর আগে আমাদের দেশের সাংবাদিকদের কোনো অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয় কেন আসেনি?’ এনটিভি নিউজ।