News update
  • Fire breaks out at jacket factory in Chattogram     |     
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     

আক্তারুজ্জামান শাহীনকে দেশে ফেরানোর বিষয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-05-29, 8:13pm

e5845fc61453aea5ff48b3ff5f694ead13082ad5ac03b626-4ca8aa8f2de77f4c63be4a82646727171716992003.jpg




ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’ আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (২৯ মে) দুপুরে ডিএমপির সদর দফতরে ‘ডেটাবেজ অ্যান্ড অ্যানালাইসিস অব রোড ক্র্যাশ (ডিএআরসি) সফটওয়্যার’ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে অর্থাৎ হত্যার মোটিভ কী—এটি এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি।’

তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ও পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতার করলেই কেবল এ হত্যার মোটিভ জানা যাবে।’

হাবিবুর রহমান বলেন, যেহেতু আনোয়ারুল আজিম আনার সংসদ সদস্য ছিলেন, তাই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। আমেরিকার সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় আক্তারুজ্জামান শাহীনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ক্ষেত্রে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি কাজে লাগানো হবে কি না, জানতে চাইলে হাবিবুর রহমান বলেন, ‘আপনারা জানেন এই ঘটনাটি বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ভারতে যেহেতু ঘটনা ঘটেছে, সেখানেও বিচার হতে পারে। সুতরাং এটি আমাদের পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হতে পারে।’

কলকাতার সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া  মাংসখণ্ড আসলেই এমপি আনারের কি না–ডিএনএ টেস্টের পর নিশ্চিত তা হওয়া যাবে বলে জানান তিনি। তথ্য সূত্র সময় সংবাদ।