News update
  • ‘With Science, We Can Feed the World of 9.7 Billion by 2050′     |     
  • WHO warns of severe disruptions to health services for funding cuts     |     
  • ICJ hears Sudan’s case accusing UAE of ‘complicity in genocide’     |     
  • Bombardment, deprivation and displacement continue in Gaza     |     
  • Aged and Alone: The hidden pains in old age homes     |     

জবানবন্দি প্রত্যাহারের আবেদন, ফেসবুক পোস্টে যা লিখলেন আনারকন্যা ডরিন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-06, 2:10pm

535ed533c34b50149830a402b61f69cfcce58ba5a74b24aa-607d7f9b29cae6fb67c0063f595604091720253426.jpg




গত ৪ জুলাই ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেফতার তিন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন। তবে জবানবন্দি প্রত্যাহার আবেদনের খবর নিজ ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মামলার বাদী এবং এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

জানা যায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আসামিদের জবানবন্দি প্রত্যাহারের ওপর শুনানি হয়। জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা তিন আসামি হলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভূঁইয়া। আসামিদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় প্রকাশিত সংবাদ নিজ ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন আনারকন্যা ডরিন।

তিনি পোস্টে লিখেছেন, ‘পৃথিবীর ইতিহাসে তিনবারের একজন জনপ্রিয় সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমি আমার বাবার হত্যার বিচার চাই। কীসের জবানবন্দি প্রত্যাহার? এদের ফাঁসি চাই আমি, ফাঁসি দিতে হবে। আমি আমার বাবার শেষ দেখাটা দেখতে পারিনি। ফাঁসি চাই আমি। দিতেই হবে ফাঁসি।’

এর আগে গত ৪ জুন তানভীর ভূঁইয়া, ৫ জুন শিমুল ভূঁইয়া ও ১৪ জুন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তারও আগে ১২ মে সন্ধ্যায় হত্যাকাণ্ডের শিকার আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।সময় সংবাদ।