News update
  • Yunus Named in TIME’s 100 Most Influential     |     
  • BNP Urges US to Keep Bangladesh Tariffs Fair     |     
  • BB Seeks Detailed List of Wilful Defaulters with Identities     |     

খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থীদের অবস্থান, সমন্বয়কদের মুক্তি দাবি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-07-30, 1:57pm

fggertertr-9fe6ba5e286a0417484479ca1d53c4e91722326243.jpg




পুলিশের বাধা উপেক্ষা করে খুলনার শিববাড়ি মোড়ে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশের বাধা পেরিয়ে পুরো চত্বরে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের সমন্বয়কদের মুক্তি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলছেন, তারা তাদের ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না।

এ দিকে ছাত্র আন্দোলনের যেকোনো প্রকার সহিংসতা প্রতিরোধ করতে ব্যাপক সংখ্যক পুলিশের পাশাপাশি শিববাড়ি মোড় এলাকায় বিজিবিকেও অবস্থান করতে দেখা যায়।

শিক্ষার্থীদের অবস্থানের ফলে শিববাড়ি মোড়ের আশপাশ এলাকার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আতঙ্কে এলাকার সকল দোকান বন্ধ হয়ে গেছে। আরটিভি