News update
  • Dhaka seeks global pressure on Myanmar for lasting peace     |     
  • BSEC Chairman’s resignation urged to stabilise stock market     |     
  • Rain, thundershowers likely over 8 divisions: BMD     |     
  • First freight train leaves Mongla carrying molasses     |     
  • 2 dead, six hurt in Sherpur micro-autorickshaw-motorbike crash     |     

অসহযোগ আন্দোলন: সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, গুলি, নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা খবর 2024-08-04, 3:45pm

img_20240804_154622-9ba40209abb205ee38f2fa2b2f76736a1722764800.jpg




একদফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা।

পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে।

সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৬ জন। নিহতের মধ্যে পাবনায় ৩ জন, ফেনীতে ৩ জন, মুন্সিগঞ্জে ২ জন, রংপুরে ২ জন এবং বগুড়ায় ২ জন, মাগুরায় একজন, কুমিল্লায় একজন, বরিশালে একজন এবং কিশোরগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আন্দোলনের সবশেষ খবর জানতে আমাদের সাথে থাকুন।