News update
  • OIC Resolution to Address Israeli Aggression Against the Palestinian People      |     
  • 1,000+ Dead in Clashes Between Syrian Forces and Assad Loyalists     |     
  • Eid shopping rush in Dhaka despite rising prices      |     
  • Bangladeshi firms join hands with US telecom giant Starlink     |     
  • Dhaka’s air records ‘unhealthy’ Sunday morning     |     

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের শ্রদ্ধা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-09, 11:52am

prothomalo-bangla_2024-08-09_db2onqy9_untitled-6-d58f69e4c71500eed6fdde32130ac40f1723182823.jpg




অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এ সময় বিউগলে করুণ সুর বাজান।

পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ড. ইউনূস স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। 

এর আগে হেলিকপ্টারযোগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে পৌঁছালে তাকে উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা স্বাগত জানান।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ, ক্ষুদ্রঋণের প্রবক্তা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শপথ নেন। 

ড. ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে শপথ নিয়েছেন—ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, এ এফ হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুরশিদ ও মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাষ্ট্রপতি তাঁদের শপথবাক্য পাঠ করান। এ ছাড়া ঢাকার বাইরে থাকায় ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার, ফারুক-ই-আজম বীরপ্রতীক, সুপ্রদীপ চাকমা পরবর্তীতে শপথ নেবেন। এনটিভি।