News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

সারাদেশে ৫৩৮ থানার কার্যক্রম চালু

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-10, 6:52pm

img_20240810_185113-f47bbb0db65f8ce646740234cead61f81723294355.jpg




সারাদেশে ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকাল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ সদর দপ্তর জানায়, শনিবার বিকাল ৩টা পর্যন্ত সারাদেশে সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৭০টি এবং রেঞ্জের ৫২৯টি থানার মধ্যে ২৯১টিসহ সর্বমোট ৩৬১টি থানার কার্যক্রম চালু হয়েছে।

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে অনেক প্রাণহানি ঘটে। পরে জনরোষের শিকার হয়ে প্রাণ হারান অনেক পুলিশ সদস্য। হামলা চালানো হয় থানাগুলোতেও। এ অবস্থায় বন্ধ হয়ে যায় দেশের সব থানার কার্যক্রম। আরটিভি নিউজ।