News update
  • Another July warrier shot in head, critical in Khulna hospital     |     
  • NCP Khulna Chief Critically Shot Amid Rising Political Violence     |     
  • Indian MP Warns Bangladesh Faces Rising Lawlessness     |     
  • Law and Order Must Be Ensured Ahead of Polls: Prof Yunus     |     
  • Tough times ahead, everyone must remain united: Tarique Rahman     |     

সেনা সদস্যদের অশোভন আচরণের ভিডিও প্রকাশ, নেয়া হচ্ছে ব্যবস্থা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-08-16, 6:34am

3f535bb0e28bcaef41c52983e28446b7c49c49ead7333e44-6d21dd2a6bf58c8a9115abfa351968a71723768472.jpg




কয়েকজন ব্যক্তির সঙ্গে কিছু সেনা সদস্যের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সঙ্গে সেনা সদস্যদের অশোভন আচরণের কয়েকটি ভিডিও প্রকাশ হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে দোষী সেনা সদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দোষী সেনা সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সময় সংবাদ।