News update
  • Guterres Urges Israel to Accept UN's Principled Gaza Aid Plan     |     
  • 427 Rohingya Feared Dead at Sea, UNHCR Warns of Desperation     |     
  • Dhaka’s air quality worst of the world Friday morning     |     
  • Trade chokes through Sylhet borders amid Indian restrictions     |     
  • 46 health centres without doctors, nurses in Sunamganj     |     

বুধবার মধ্যরাত থেকে যৌথবাহিনীর অভিযান শুরু : স্বরাষ্ট্র উপদেষ্টা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-03, 2:53pm

sbraassttr_updessttaa-1-725035e354a19c3b75e9007eb58dff141725353630.jpg




বুধবার রাত ১২টা থেকে যৌথবাহিনীর অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নত করা যায়, তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। আগামীকাল রাত ১২টা থেকে শুরু অবৈধ অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান শুরু হবে।’

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আসন্ন দুর্গাপূজা নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাদক নিয়ন্ত্রণ করতে হলে মাদকের গডফাদারদের নিয়ন্ত্রণ করতে হবে, সে পথে এগোবে সরকার। মিয়ানমার সীমান্তে সমস্যা আছে। সেখানকার আইনশৃঙ্খলা শক্তিশালী করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।