News update
  • Arab-Islamic summit over Israeli strike on Doha Monday     |     
  • NASA Rover Uncovers Strongest Hint of Ancient Life on Mars     |     
  • Eminent Lalon singer Farida Parveen passes away     |     
  • Dr Yunus mourns Farida Parveen's death     |     
  • From DUCSU to JUCSU, Shibir Extends Its Winning Streak     |     

স্বাভাবিক ছন্দে ফিরছে রাঙ্গামাটি

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-09-23, 3:00pm

tytetyertert-c11b097feacd3d6e046731cfcbd4ee4f1727082058.jpg




আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জারিকৃত ১৪৪ ধারা ও গণপরিবহনের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর থেকেই স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙ্গামাটি।

সরেজমিনে দেখা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। সেই সঙ্গে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠানও। তবে রাঙ্গামাটি-চট্টগ্রাম ও রাঙ্গামাটি-বান্দরবানের বাস চলাচল করলেও রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ির কোনো বাস ছেড়ে যায়নি।

স্থানীয়রা বলছেন, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে একদম আগের মতো অবস্থায় ফিরবে রাঙ্গামাটি। আর কোনো সমস্যা থাকবে না।

এদিকে অবরোধের কারণে মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালিতে আটকে পড়েছেন ৮ শতাধিক পর্যটক। অবরোধ প্রত্যাহার হলেই তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।

আরটিভি