News update
  • Aid blockade into second month: Misery deepens for Gazans     |     
  • UN peacekeeping challenged as conflicts and ceasefires grow more complex     |     
  • IG of Police warns against vandalism, orders arrest     |     
  • NBR to chase TIN holders who fail to submit tax returns     |     
  • ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর পরিচালনা পরিষদের ১৭তম সভা অনুষ্ঠিত     |     

ঢাকায় ফেরানো হলো কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-06, 12:16am

90f2d724f93d27c80bd56af2f71abc15a1fa158feb236f29-e241ccf08ee73cb1e2bbe1634d85fe8d1733422576.jpg




ত্রিপুরার সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ ও কলকাতার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মো. আশরাফুল শিকদারকে ঢাকায় ফেরানো হচ্ছে।

বুধবার (৪ ডিসেম্বর) এক সংক্ষিপ্ত নোটিশে তাদের দেশে ফিরতে বলা হয়।

এরমধ্যে কলকাতার মিশনপ্রধান বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন, আর ত্রিপুরার সহকারী হাইকমিশনারেরও এদিন ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় এসে আশরাফুল শিকদার বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেছেন। কলকাতার উদ্ভূত পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। যদিও এ বিষয়ে অফিশিয়ালি কোনো বিবৃতি মেলেনি এখনও।

অন্যদিকে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মুহম্মদ ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং পশ্চিমবঙ্গের কলকাতার উপহাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাকে কেন্দ্র করে এই দুই মিশনের প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। সময়।