News update
  • Bumper harvest of Jujube in Ramu Upazila     |     
  • Govt urged to offer scholarships to Palestinian students     |     
  • Caretaker Govt Review Hearing on Supreme Court Cause List     |     
  • Bangladesh Single Window to Launch by March: Lutfey Siddiqi     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     

জরুরি ভিত্তিতে এনআইডির ভুল সংশোধনের নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-08, 3:20pm

68d0163ef354d4c4f5a7848787c60377074b4d02f5000929-4ae52524d1d4b0dede4d5e176d82f4f71733649649.jpg




জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে আগামী ২ জানুয়ারির আগেই সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

রোববার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলমের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের এনআইডিতে ভুল আছে, তাদেরকে জরুরি ভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সময় সংবাদ।