News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

যাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি, তাকেই ‘র’ এজেন্ট বলছেন: উপদেষ্টা আসিফ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-12, 9:48am

retertet-545ec21b864ca9810f1390d8b60640591733975320.jpg




অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যাকে ‘র’ এজেন্ট বলছেন, গত ২০১৯ সাল থেকে আগ্রাসনবিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে থেকে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, এনআরসি, সিএএ বিরোধী আন্দোলন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন, আগ্রাসনবিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম, সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা ক্যাম্পাসের ১৫-২০টা ছেলে-মেয়ে, আর আসিফ নজরুল স্যার।

তিনি বলেন, সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার। যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় আরকি। এসব বিষয়ে কিছু বলতে চাইনি, কিন্তু ‘র’ এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না। অবশ্য আপনাদের কন্সপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও ‘র’ পরিচালিত ছিল। যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই, নাহলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভূলুণ্ঠিত হবে। এতটুকুই আহ্বান থাকবে।

প্রসঙ্গত, সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারিত হয়েছে। যেখানে তাকে ‘র’ এজেন্ট বলা হয়েছে। এই কথার জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপরোক্ত স্ট্যাটাসটি দিয়েছেন। আরটিভি