News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান বৈষম্যবিরোধীদের

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2024-12-16, 6:10pm

f7b9526282acd06c50abfcb4463f18e1670de3fc9750e4b4-32d9e5d6b9c56d82532fbd530e6586211734351021.jpg




বঙ্গভবনে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে দলটির প্রধান কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত কোনো নেতাকর্মী বঙ্গভবনে মহান বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যাবেন না। 

এতে আরও জানানো হয়, বিজয় দিবসের মতো জাতীয় গৌরবের দিন ফ্যাসিবাদ সংশ্লিষ্ট রাষ্ট্রপতির আমন্ত্রণে পালন করাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের অভিপ্রায়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে মনে করে।  সময়।