News update
  • NBR scramble to meet IMF conditions on revenue collection     |     
  • Gaza: UN rights office condemns Israeli buffer zone plan     |     
  • US tariffs move could see 3% fall in global trade: Top UN economist     |     
  • Myanmar Military strikes on amid earthquake response works     |     
  • Countries reach historic deal to cut shipping emissions     |     

কলাপাড়ায় মাসব্যাপী তারুন্যের উৎসবের উদ্বোধন

খবর 2025-01-09, 11:45pm

youth-festival-opened-in-kalapara-on-thursday-f8c282acfbf7034d45f74fe455c031a81736444747.jpg

Youth Festival opened in Kalapara on Thursday



পটুয়াখালী: "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" প্রতিবাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় মাসব্যাপী তারুন্যের উৎসবের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের খেলার মাঠে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কলাপাড়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার কবির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন প্রমূখ । এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী এ মেলার প্রথম তিন দিন বে-সরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের তত্ত্বাবধানে উদ্যোক্তার অংশগ্রহণে শতাধিক কারুপন্যের স্টল বসেছে। এছাড়া উপজেলার কৃষকদের উৎপাদিত বাছাইকৃত কৃষিপন্য, লবনাক্ততা প্রতিরোধে কৃষি পন্য প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, রাস্তার ধারে সবজি চাষ প্রযুক্তি, পারিবারি পুষ্টি বাগান মডেল প্রযুক্তি, সমন্বিত কৃষি খামার প্রযুক্তি, দুর্যোগ প্রযুক্তির জনগোষ্ঠীর কৃষি প্রযুক্তি, গ্রীন হাউজ কৃষি প্রযুক্তি, কলস পদ্ধতি কৃষি প্রযুক্তি- কর্ড এইড বাংলাদেশ, ভার্মি প্রদর্শনী, ফসল উৎপাদন, সংরক্ষন, মাড়াই, ঝাড়াই প্রযুক্তির প্রদর্শন করা হয়। 

মাসব্যাপী এ উৎসবে বৌছি, নৌকা বাইচ, দাড়িয়াবন্ধা, কানামাছি, কুত কুত, হাড়িভাঙ্গা, দড়ি টানাটানি ও মার্বেল খেলা সহ গ্রামীন খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া দেশের খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে রয়েছেন জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তারুণ্যের এ উৎসবে যোগ দিতে গত ক'দিন ধরে শহরে মাইকিং সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।

তারুণ্যের উৎসবের বিভিন্ন কর্মসূচিতে তরুনদের সম্পৃক্ত করতে ও তাদের আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। - গোফরান পলাশ