News update
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতায় প্রস্তুত ইইউ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-01-28, 7:24am

img_20250128_072402-3387511f6526d4f49c6fa6bb60d928581738027464.jpg




ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব বাড়াতে প্রস্তুত। এ অংশীদারিত্ব বাড়ানোর জন্য সহযোগিতা চুক্তি হতে পারে।

সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এমনটাই জানিয়েছেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে উরসুলা ভন ডার লেয়েন বলেন, চলমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি অংশীদারিত্ব বাড়ানোর জন্য নতুন দিক অন্বেষণের আগ্রহ রয়েছে।

বাংলাদেশের সঙ্গে চলমান সহযোগিতা অব্যাহত ও নতুন অংশীদারত্ব তৈরির সম্ভাবনা অন্বেষণের প্রস্তাব দিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট বলেন, খাতসংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নির্দিষ্ট প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে এবং চলমান উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অতিরিক্ত সহায়তা বিবেচনা করতে আমরা আগ্রহী। আরটিভি