News update
  • Faridpur potato farmers struggle with cold storage woes      |     
  • Relative of Assad regime’s disappeared speaks of anguish     |     
  • New conspiracy unfolding against BNP, democracy, BD: Tarique     |     
  • Concerns grow over Rooppur NPP’s viability for high costs     |     
  • Fire Breaks Out at Ctg Towel Warehouse, Contained After Hour     |     

গাজীপুরে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-08, 2:27pm

wrwerwerwerq-0416f6ae668575e8c4476e1133e753dd1739003221.jpg




গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ি মাঠে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) হামলার প্রতিবাদে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও জনতা জড়ো হচ্ছেন। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এদিকে হামলায় প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানান তারা। 

অপরদিকে, হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে রাতেই গাজীপুরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আরটিভি