News update
  • Member States differ on response to US withdrawal from WHO     |     
  • Tension erupts at BoI Mela over Taslima Nasreen’s book     |     
  • Dr Yunus tells BNP, govt working for polls in Dec: Fakhrul     |     
  • 343 arrested on 2nd day 'Devil Hunt' by joint forces     |     
  • Israel withdraws from corridor splitting Gaza into two     |     

অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে ডাকটিকিট অবমুক্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2025-02-10, 7:57am

img_20250210_075658-5d23c748e8f4033aec1b1fc61e5d71641739152657.jpg




জুলাই-আগস্টের অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডাকটিকিট অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক টিকেটে। আরটিভি।